Primary TET-2022 Model Question প্রকাশিত হল
Primary TET-2022 Model Question প্রকাশিত হল Primary TET-2022: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ Primary TET-2022 এর জন্য প্রকাশিত করলো Model Question, নিন্মে Model Question এর কিছু অংশ দেওয়া হল Model Questions Part -A : Child Development & Pedagogy 30 Questions 1. নিম্নে কোনটি শিক্ষণের নীতি নয় ? ( A ) জানা থেকে অজানা ( B ) অবরোহী থেকে আরোহী ( C ) বিশেষ থেকে সাধারণ ( D ) মনোবৈজ্ঞানিক থেকে যৌক্তিক 2. “ বিকাশ হল একটি অন্তহীন প্রক্রিয়া ” — এই ধারণা যেটির সাথে যুক্ত ( A ) আন্তঃসম্পর্কের নীতি ( B ) মিথোস্ক্রিয়া নীতি ( C ) ব্যক্তিবৈষম্যের নীতি ( D ) ধারাবাহিকতার নীতি 3. প্রক্রিয়া মূল্যায়ন হল— ( A ) গঠনমূলক ( B ) সমষ্টিমূলক ( C ) প্রস্তুতি ( D ) ইপস্যাটিভ ...