Primary TET-2022 Model Question প্রকাশিত হল

Primary TET-2022 Model Question প্রকাশিত হল 

 


Primary TET-2022: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ Primary TET-2022 এর জন্য প্রকাশিত করলো Model Question, নিন্মে Model Question এর কিছু অংশ দেওয়া হল
 

 Model Questions

Part -A : Child Development & Pedagogy                                                     

  30 Questions

1. নিম্নে কোনটি শিক্ষণের নীতি নয় ?
 
 ( A ) জানা থেকে অজানা
 ( B ) অবরোহী থেকে আরোহী 
( C ) বিশেষ থেকে সাধারণ 
( D ) মনোবৈজ্ঞানিক থেকে যৌক্তিক 
 
2. “ বিকাশ হল একটি অন্তহীন প্রক্রিয়া ” — এই ধারণা যেটির সাথে যুক্ত

 ( A ) আন্তঃসম্পর্কের নীতি 
( B ) মিথোস্ক্রিয়া নীতি
 ( C ) ব্যক্তিবৈষম্যের নীতি
 ( D ) ধারাবাহিকতার নীতি 
 
3. প্রক্রিয়া মূল্যায়ন হল— 
 
( A ) গঠনমূলক
 ( B ) সমষ্টিমূলক 
( C ) প্রস্তুতি
 ( D ) ইপস্যাটিভ - 
 
4. সৃজনশীল শিক্ষার্থীর জন্য কোন কৌশল উপযুক্ত ?
 
 ( A ) সংশোধনমূলক
 ( B ) সমৃদ্ধিমূলক
 ( C ) ব্রেনস্টোর্মিং 
( D ) নির্বোধ মুখস্থ করণ 
 

5. শিশু বিকাশের ক্ষেত্রে নিম্নের কোনটি প্রক্সিমোডিস্টাল ধারা ? 

( A ) মাথা থেকে পা 
( B ) জানা থেকে অজানা
 ( C ) সরল থেকে জটিল 
( D ) কেন্দ্র থেকে পরিধি

Part-B: Language-l                                          

30 Questions

Model Questions

নির্দেশ : নিম্নলিখিত গদ্যাংশটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির ( 1 থেকে 4 নম্বর প্রশ্ন ) সঠিক উত্তর নির্বাচন করুন : 

বারাকপুরে কথকঠাকুরের ভিটেয় রেড়ির তেলের মৃদু আলোতে শীর্ণ শ্যামকান্তি এক দরিদ্র পাঁচালীকার খসখস করে পুঁথি লিখে চলেছেন । অবাক বিস্ময়ে চেয়ে আছে এক কিশোর । দূরে , দু ’ হাঁটুতে মুখ রেখে বসে আছেন আর একজন । পিতা মহানন্দ , কিশোর বিভূতি , জননী মৃণালিনী । 
             অনেকক্ষণ স্মৃতির অতলে ডুবে থেকে এক সময় উঠে দাঁড়ালেন বিভূতিভূষণ । সেই ছোটবেলায় স্কুল পালিয়ে সইমাদের বকুলগাছটার হেলানো গুঁড়িতে শুয়ে শুয়ে যখন বাবার লেখা ' পশ্চিমের ডায়েরি ' পড়তেন তখন থেকেই মনের মধ্যে একটি কল্পনার কাকলিমুখর পাখি বাসা বেঁধেছিল । এ - পর্যন্ত তা সামান্য ডানা ঝাপটেছে । এবার বুঝি চঞ্চল সে মুক্তির আকাঙ্ক্ষায় । 
            ইসমাইলপুরে কাছারির বাইরে কাশবনের কুয়াশার সঙ্গে জ্যোৎস্নালোক তখন অপূর্ব মায়া ছড়িয়েছে । অদ্ভুত নির্জন নিস্তব্ধ চারদিক । বাবার লেখা পশ্চিমের ডায়েরিটা নিয়ে এলেন বাক্স খুলে । পূজার পিঁড়ি আনলেন । আনলেন ফুলচন্দন । তারপর ‘ বাবার পশ্চিম ভ্রমণের ডায়েরিটা ঠাকুরের পিঁড়িতে রেখে ফুলচন্দন মাখালেম । তিনি কি জানতেন তাঁর মৃত্যুর প্রায় পনের বছর পরে প্রথম যৌবনে তাঁর ছেঁড়া - খোঁড়া লেখা খাতাখানি বিহারের এক নির্জন কাশবনের চরের মধ্যে ফুলচন্দনে অর্চিত হবে ?? 
            উত্তরসাধক আজ পিতৃ - অর্চনায় বসেছেন তাঁর সাধনসিদ্ধির আশীর্বাদ প্রার্থনায় । বিহারের অরণ্যভূমির এক নির্জন রাত্রির নিস্তব্ধ পরিবেশে অকস্মাৎ যেন বারাকপুরের ইছামতী - সরস মৃত্তিকার শ্যামল সুবাস ভেসে আসে । পিতার দিনলিপিতে প্রণাম করলেন মহানন্দ - তনয় । একটি প্রতিজ্ঞা স্বাক্ষরিত হল পুত্রের দিনলিপিতে । তারিখটা এপ্রিল তিন , উনিশ শ ' পঁচিশ । বাংলা সতের বৈশাখ , তের শ ’ বত্রিশ । ' পথের পাঁচালী ' রচনার সংকল্প - দিবস । সূচনাদিবসও । ‘ নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তরপ্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি ' দিয়ে শুরু । 
          সে - রাতে দিনলিপিতে লিখলেন , ' জগতের অসংখ্য আনন্দের ভাণ্ডার উন্মুক্ত আছে । গাছপালা , ফুল , পাখি , উদার মাঠঘাট ... অস্তসূর্যের আলোয় রাঙা নদীতীর , অন্ধকার নক্ষত্রময়ী উদার শূন্য ... জগতের শতকরা ৯৯ জন লোক এ আনন্দের অস্তিত্ব সম্বন্ধে মৃত্যুদিন পর্যন্ত অনভিজ্ঞই থেকে যায় ।...
               ‘সাহিত্যিকের কাজ হচ্ছে এই আনন্দের বার্তা সাধারণের প্রাণে পৌঁছে দেওয়া । তারা ভগবানের প্রেরণা নিয়ে এই মহতী আনন্দবার্তা , এই অনন্ত জীবনের বাণী শোনাতে এসেছে ... এই কাজ তাদের করতে হবেই ... অস্তিত্বের এই শুধু সার্থকতা ... । ' 
             এ - এক মহৎ শপথ । পথের পাঁচালীতে বিভূতিভূষণ চাইছেন ‘ অনন্ত জীবনের বাণী শোনাতে ’ । এ তো নেহাত গল্প লেখা নয় । কয়েক পাতা লেখা হতেই কলকাতা চলে এলেন । গোলদীঘির ধারে এক সন্ধ্যায় পাতাগুলি মেলে ধরলেন নীরদ চৌধুরীর সামনে । দ্যাখো , হবে আমার ? 
 
1. ' বাবার লেখা পশ্চিমের ডায়েরিটা নিয়ে এলেন বাক্স খুলে - ‘ বাক্স খুলে'— কী জাতীয় ক্রিয়াপদ ?
 
( A ) সংযোগমূলক ক্রিয়া
 ( B ) মৌলিক ক্রিয়া 
( C ) প্রযোজক ক্রিয়া 
( D ) নামধাতুজ ক্রিয়া   

2. ' রাত্রি'র সমার্থক শব্দ— নীচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক ? 
 
( A ) শবরী , ইরম্মদ , ক্ষৌণী , নিশা 
( B ) বিভাবরী , ক্ষণদা , ত্রিযামা , তমস্বিনী 
( C ) যামিনী , বিভাবসু , সোম , অংশু
 ( D ) তমোঘ্ন , রজনী , দীধিতি , ক্ষণা 
 
3. ' পথের পাঁচালী ' রচনার সূচনাদিবস

 ( A ) এপ্রিল তের , উনিশ শ ' পঁচিশ । বাংলা সতের বৈশাখ , তের শ বত্রিশ 
( B ) এপ্রিল তিন , উনিশ শ ' পঁচিশ । বাংলা সাতাশ বৈশাখ , তের শা বত্রিশ 
( C ) এপ্রিল তিন , উনিশ শ ' পঁচিশ । বাংলা সতের বৈশাখ , তের শা বত্রিশ 
( D ) এপ্রিল তেইশ , উনিশ শ ' পাঁচ । বাংলা সতের বৈশাখ , তের শা বাইশ 
 
4. “ উত্তরসাধক আজ পিতৃ - অর্চনায় বসেছেন তাঁর সাধনাসিদ্ধির আশীর্বাদ প্রার্থনায়'— ' আশীর্বাদ ' শব্দটির সন্ধিবিচ্ছেদ নীচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক ? 
 
( A ) আশিঃ + বাদ 
( B ) আশীঃ + বাদ 
( C ) আশীর্ + বাদ 
( D ) আশির্ + বাদ 
 

নির্দেশ : নিম্নলিখিত কবিতাংশটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির ( 5 থেকে ৪ নম্বর প্রশ্ন ) সঠিক উত্তর নির্বাচন করুনঃ

 পাগল বসন্তদিন কতবার অতিথির বেশে 
তোমার আমার দ্বারে বীণা হাতে এসেছিল হেসে 
লয়ে তার কত গীত , কত মন্ত্র মন - ভুলাবার 
জাদু করিবার কত পুষ্পপত্র - আয়োজনভার ! 
কুহুতানে হেঁকে গেছে , ' খোলো ওগো , খোলো দ্বার খোলো । 
কাজকর্ম ভোলো আজি , ভোলো বিশ্ব , আপনারে ভোলো । ' 
এসে এসে কত দিন চলে গেছে দ্বারে দিয়ে নাড়া 
আমি ছিনু কোন্ কাজে , তুমি তারে দাও নাই সাড়া । 
আজ তুমি চলে গেছ , সে এল দক্ষিণবায়ু বাহি , 
আজ তারে ক্ষণকাল ভুলে থাকি হেন সাধ্য নাহি । 
আনিছে সে দৃষ্টি তব , তোমার প্রকাশহীন বাণী , 
মর্মরি তুলিছে কুঞ্জে তোমার আকুল চিত্তখানি ! 
মিলনের দিনে যারে কতবার দিয়েছিনু ফাঁকি , 
তোমার বিচ্ছেদ তারে শূন্যঘরে আনে ডাকি ডাকি !
 
5. কুহুতানে দ্বার খোলার কথা বলার সাথে আর কী বলা হয়েছে ? 
 
( A ) কাজকর্ম ভোলো আজি , ভোলো বিশ্ব , আপনারে ভোলো
 ( B ) বিশ্ব ভোলো , আপনারে ভোলো , সবকিছু ভোলো
 ( C ) আমার দ্বারে বীণা হাতে এসেছিলে হেসে 
( D ) কত গীত , কত মন্ত্র , মন ভুলাবার 
 
6. পাগল বসন্ত দিন কোন বেশে এসেছিল ? 
 
( A ) উদাসীন বেশে
 ( B ) অতিথির বেশে
 ( C ) বন্ধুর বেশে
 ( D ) শত্রুর বেশে

 7. ' আজ তারে ক্ষণকাল ভুলে থাকি হেন সাধ্য নাই'— ' ক্ষণকাল ' শব্দটির প্রতিশব্দ

 ( A ) মুহূর্তমাত্র 
( B ) কালের ক্ষণ 
( C ) অনেকক্ষণ 
( D ) অনন্তক্ষণ

 8. মিলনের দিনে যারে কতবার দিয়েছিনু ফাঁকি'— যাকে মিলনের দিনে ফাঁকি দেওয়া হয়েছিল তাকে কখন শূন্যঘরে ডাকা হল ? 
 
( A ) প্রাপ্তিতে 
( B ) মৃত্যুতে 
( C ) বিদায়ে 
( D ) বিচ্ছেদে

9. সুন্দর কথা বলার বৈশিষ্ট্য কোনটি নয় ? 
 
( A ) শ্রবণযোগ্যতা
 ( B ) অস্পষ্টতা 
( C ) বাকপটুত্ব 
( D ) স্বতঃস্ফূর্ততা 
 
10. যে ধরনের প্রশ্নের সাহায্যে শিক্ষক উদ্দেশ্যমূলকভাবে শিক্ষার্থীর জ্ঞান ও বোধের গভীরতা যাচাই করার বিষয়ে উদ্যোগী হন তা হল— 
 
( A ) দক্ষতামূলক 
( B ) অনুশীলনমূলক 
( C ) তুলনামূলক
 ( D ) অনুসন্ধানী 
 
11. ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা কোনটি নয় ?
 
 ( A ) যথাযথ পাঠ্যপুস্তকের অভাব
 ( B ) অবৈজ্ঞানিক শিক্ষাদান পদ্ধতির ব্যবহার
 ( C ) ব্যাকরণপাঠে শিক্ষার্থীর আগ্রহের অভাব 
( D ) চিত্তাকর্ষক ও যথাযথ শিক্ষা সহায়ক প্রদীপনের ব্যবহার 
 
12. শিক্ষা সহায়ক উপকরণ প্রসঙ্গে কোন মন্তব্যটি সঠিক নয় ?
 
 ( A ) শিখন উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ
 ( B ) আকর্ষণীয় ও চিত্রসহযোগে প্রকাশিত
 ( C ) শিশুমনের উপযোগী 
( D ) শিক্ষার্থীদের পাঠের প্রতি মনোযোগী করে না


Part- C : Language-ll (English)                        

30 Questions

Model Questions 

Read the following passage to answer the Q Nos . 1 to 4 :
Self - directed learning , in its broadest meaning , describes a process in which individuals take the initiative with or without the help of others , in diagnosing their learning needs , formulation of learning goals , identifying resources for learning , choosing and implementing learning strategies and evaluating learning outcomes . Thus , it is important to attain new knowledge easily and skillfully for the rest of his or her life . What is the need for self - directed learning ? One reason is that there is convincing evidence that people , who take the initiative in learning , learn more things and learn better than people waiting to be taught . The second reason is that self - directed learning is more in tune with our natural processes of psychological development . An essential aspect of maturing is developing the ability to take increasing responsibility of our own lives to become increasingly self - directed . The third reason is that many of the new developments in education impart a heavy responsibility on the learners to take a good deal of init in their own learning . To meet the challenges in today's instructive environment , self - directed learning is most essential . 
 
1. Self - directed learning means :
 
( A ) learning with or without the help of others 
( B ) passive learning 
( C ) learning by direction from others
( D ) self learning of the aspirant

 2. Which word best describes self - directed learning ? 
 
( A ) Repulsive learning 
( B ) Compulsory learning 
( C ) Active learning 
( D ) Passive learning

3. There is need for self - directed learning because 
 
( A ) it is less challenging
 ( B ) it helps people to learn more things and learn better 
( C ) it is a costly method 
( D ) it is directed by others 
 
4. The modern environment , according to the author is
 
( A ) instructive 
( B ) restrictive 
( C ) impracticable 
( D ) less developed
 
 5. Use of grammar , punctuation and spelling pertains to
 
( A ) text production while writing .
 ( B ) thermal speech .
( C ) listening to a lecture .
 ( D ) informal conversation .
 
 6. In response to a student's question in the class room a teacher should 
 
( A ) advise the student to meet him / her after the class . 
( B ) encourage the student to participate in the classroom discussion .
( C ) encourage the student to ask more questions . 
( D ) encourage the student to search answers independently . 
 
7. Mistakes in language learning should be

( A ) taken seriously 
( B ) eliminated as early as possible
 ( C ) ignored
( D ) discussed with parents 
 
8. Some qualities of a good English text book are 
 
( A ) good printing with no spelling mistakes
 ( B ) instructions clearly provided for all types of exercises 
( C ) realistic and interesting subject matter .
( D ) all the above . 
 

Part - D : Mathematics                 

30 Questions

Model Questions

1. যদি 0-99999 + x = 1.0 হয় , তবে x = 

( A ) 0.00001
 ( B ) 0-000001 
( C ) 1 · 00001 
( D ) 0.11111 

2. পাশের চিত্রে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 1 একক হলে ABC ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল =

 ( A ) 10 একক 
( B ) 9 একক 
( C ) 9 একক 
( D ) 9.5 একক [ এখানে একক = দৈর্ঘ্য একক ]

3. যুগ্ম অথচ মৌলিক এমন সংখ্যার সংখ্যা হল 

( A ) 1
 ( B ) 2
 ( C ) 3 
( D ) 5 
 
4. আপনার কাছে 100-25 টাকা আছে এবং পরে আপনি 9.70 টাকা দিয়ে একটি ক্যান্ডি কিনলেন । তাহলে আপনার কাছে কত টাকা অবশিষ্ট আছে ? 
 
( A ) 99.55 টাকা 
( B ) 99-45 টাকা 
( C ) 91.55 টাকা
 ( D ) 90.55 টাকা

 

  6. একটি ভাগ অঙ্কে ভাজক হল ভাগশেষের দ্বিগুণ ও ভাগফল , ভাগশেষের অর্ধেক ও ভাগশেষ 12 হলে , ভাজ্য হবে

 
 ( A ) 144 
( B ) 72
 ( C ) 156 
( D ) 256
 

7. “ গণিতে ভুল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ” — এই বিবৃতিটি


 ( A ) মিথ্যা , কারণ এটি শিক্ষার্থীর অসাবধানতা প্রদর্শন করে
 ( B ) মিথ্যা , কারণ গণিতকে ত্রুটিমুক্ত হতে হবে 
( C ) সত্য , কারণ এতে শিক্ষককে শিক্ষার্থীর বিষয় সংক্রান্ত বোধগম্যতা বুঝতে সাহায্য করে
 ( D ) সত্য , কারণ ভুল কম বুদ্ধ্যঙ্ক নির্দেশ করে 
 

8. গণিতে প্রতিকারমূলক শিক্ষণের উদ্দেশ্য কী ? 

 
( A ) শিখন সংক্রান্ত সমস্যা সমাধানে শিক্ষার্থীকে সাহায্য করা
 ( B ) শিক্ষার্থীকে অধিক সময় ধরে শিখনের সুযোগ প্রদান করা 
( C ) অতিরিক্ত ক্লাস পেতে শিক্ষককে সাহায্য করা
 ( D ) সুষম বণ্টনযুক্ত সময় তালিকা তৈরি করতে প্রধান শিক্ষিকা / শিক্ষককে সাহায্য করা 
 

9. দুটি অখণ্ড সংখ্যার গ.সা.গু. হল

 
 ( A ) দুটি সংখ্যার প্রত্যেকটি অখণ্ড সংখ্যার চেয়ে সর্বদা ছোটো
 ( B ) দুটি অখণ্ড সংখ্যার চেয়ে সর্বদা ছোটো বা সমান 
( C ) দুটি অখণ্ড সংখ্যার চেয়ে সর্বদা বড়
(D) দুটি অখণ্ড সংখ্যার চেয়ে সর্বদা ছোটো বা সমান হবে যদি অখণ্ড সংখ্যা দুটি অ - শূন্য হয় । 
 

10. প্রাথমিক স্তরে গণিতের প্রস্তুতিকালীন মূল্যায়নের অন্তর্গত হল : 

 
( A ) সাধারণ ভুলগুলি চিহ্নিতকরণ
 ( B ) গ্রেডিং ও র‍্যাঙ্কিং 
( C ) পদ্ধতিগত জ্ঞান পরিমাপ
 ( D ) শিখনের ফাঁক চিহ্নিতকরণ
 

Part-E : Environmental Studies 

30 Questions  

 Model Questions

1. নিম্নলিখিত কোনটি পরিবেশবিদ্যা পাঠের নীতি হিসাবে ধরা যেতে পারে ?

 ( A ) বিশ্ব থেকে স্থানীয় 
( B ) বিমূর্ত থেকে মূর্ত
 ( C ) অজ্ঞাত থেকে জ্ঞাত
 ( D ) জ্ঞাত থেকে অজ্ঞাত

2. পরিবেশবিদ্যা শ্রেণিকক্ষে একজন দৃষ্টিহীন শিক্ষার্থী যখন অন্যান্য স্বাভাবিকভাবে সক্ষম শিক্ষার্থীদের সঙ্গে বসে পাঠগ্রহণ করছে , তখন একে বলা হয়

 ( A ) আনুষ্ঠানিক শিক্ষা 
( B ) অনানুষ্ঠানিক শিক্ষা
 ( C ) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
 ( D ) সামাজিক শিক্ষা 

3. বিদ্যালয়ে জীবাণুবিয়োজ্য বস্তুর ব্যবহারকে বিবেচনা করা যেতে পারে 

( A ) বিদ্যালয়ের পরিবেশকে উন্নত করা 
( B ) পরিবেশের প্রতি মনোভাবকে উন্নত করা
 ( C ) অভিভাবকের সচেতনতাকে উন্নত করা 
( D ) পরিবেশের প্রতি স্থানীয় জনগোষ্ঠীর মনোভাবকে উন্নত করা

4. একজন পরিবেশবিদ্যার শিক্ষক কিছু মটরগাছ কয়েকটি জমিতে লাগালেন । কয়েক সপ্তাহ পর ছাত্রছাত্রীদের তিনি ফলাফল দেখালেন ও প্রাপ্ত ফলাফলটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করালেন । এতে যে বিষয়টি তিনি শেখাতে চাইলেন তা হল

 ( A ) হাইপোথিসিস কীভাবে তৈরি করতে হয় 
( B ) কোনো সমস্যার ফলাফল কীভাবে খুঁজে বার করতে হয় 
( C ) কীভাবে পরিমাপ করতে হয় 
( D ) কীভাবে গণনা করতে হয় 

5. ' পুড়িয়ে ফেলা ” কথাটি নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত ? 

( A ) খোলাস্থানে বর্জ্য ফেলা 
( B ) যানবাহন থেকে গ্যাস নির্গত করা
 ( C ) বর্জ্যকে পুনর্ব্যবহার করা
 ( D ) কঠিন বর্জ্যকে ব্যবস্থাপিত করা 

6. প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়—

 ( A ) 1st জুন
 ( B ) 5th জুন
( C ) 7th জুন 
( D ) 21st জুন

7. হেপাটাইটিস B হল _________ একটি  বাহিত রোগ ।

 ( A ) খাদ্য 
( B ) বায়ু 
( C ) জল 
( D ) রক্ত

৪. কোন বছর ভারতে ‘ বন্যপ্রাণ ( সংরক্ষণ ) আইন ' বাস্তবায়ন করা হয় ?

( A ) 1970
( B ) 1971
( C ) 1972 
( D ) 1974 
 
 
 
  বিস্তারিত জানতে এখানে 👇 Click করুন 


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Comments